সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্যালবেরি পর্বতে পানিশূন্যতায় বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবির মৃত্যু


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৮ ০১:২৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০২

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্যালবেরি পর্বতে পানিশূন্যতায়  বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবির মৃত্যু

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ক্যালবেরি পর্বতের রুটে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল এক  বাংলাদেশি বংশোদ্ভুত তরুন আইনজীবির ।ঘটনাটি ঘটেছে গত  শনিবার।অস্ট্রেলিয়ার জাতীয় গনমাধ্যম সূত্রে জানা গিয়েছে,মৃত আইনজীবির নাম কিসমাতুল মুজাহিদ (২৬)। তিনি পার্থের বাসিন্দা ছিলেন। ঐদিন সকালে তিনি বন্ধুদের সাথে উচু পাহাড়ে অরোহনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার সহযাত্রী বন্ধুদের অনুরোধে জার্মান পর্যটক একজন ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিছু সময় পর ঘটনা স্হলে জরুরী পরিসেবার গাড়ী পৌছালে ও তাকে বাঁচানো সম্ভব হয়নি।   স্থানীয় পুলিশ ধারণা করছে পানিশূন্যতার জন্য মুজাহিদের মৃত্যু হয়ে থাকতে পারে।ঘটনার পর পরই কর্তৃপক্ষ পর্যটকদের জন্য সতর্কতা জারী করেছে। 



প্রয়াত কিসমাতুল মুজাহিদ সিডনির সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কিশোয়ার জাহানের ছেলে। ঘটনার আকস্মিকতায় তিনি গুরুতর  অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী।



প্রসঙ্গত গত ২৯  সেপ্টেম্বর সিডনির দক্ষিণে ক্লিফটনের ক্লিফ ব্রিজ এর নিকট ৪০ মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে পা পিছলে পড়ে গিয়ে মনোয়ার সরকার অনিক  (২২) নামে আরো এক বাংলাদেশী অস্ট্রেলিয়ান এক যুবকের মৃত্যু হয়েছিল । 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top