সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


'দুর্ঘটনাক্রমে নয়, উনি ধীরে ধীরে আমার বুকে চাপ বাড়াচ্ছিলেন'


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৮ ০৮:১৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৪

'দুর্ঘটনাক্রমে নয়, উনি ধীরে ধীরে আমার বুকে চাপ বাড়াচ্ছিলেন'

হ্যাশট্যাগ মিটু আন্দোলনে আগেই নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী ইরিন জিন নরভিল। স্তন স্পর্শ করার অভিযোগে অস্ট্রেলিয়ার অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেতা জিওফ্রি রাশকে নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি।



অভিযুক্ত রাশ এর করা মানহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আদালতকে এই অভিনেত্রী জানান, সহ অভিনেতা বুকে হাত দেওয়ায় খুব ভয় পেয়েছিলেন তিনি।



অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে সিডনি থিয়েটার কোম্পানি নির্মিত ‘কিং লিয়ার’ মঞ্চায়নের অনুশীলনের সময় এমন ঘটনা ঘটে। এই ঘটনাকে দুর্ঘটনা নয় বরং ‘ইচ্ছাকৃত’ বলেও উল্লেখ করেন তিনি।



নরভিল বলেন, এটা দুর্ঘটনা হতে পারে না। কারণ উনি খুব ধীরে ধীরে আমার বুকে চাপ বাড়াচ্ছিলেন। ওই সময় অনেক ভয় পেয়েছিলাম।



একই সঙ্গে অনুশীলনের সময় নরভিলের উদ্দেশ্যে রাশ ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করেছেন বলেও অভিযোগ করেন এই নারী । তিনি বলেন,  ওই সময় তিনি আমার শরীর নিয়ে মন্তব্য করেন। নিজের ঠোঁট কামড়ে বলেন, ইয়াম্মি এবং দারুণ।



২০১৭ সালে দ্য ডেইলি টেলিগ্রাফে খবরটি প্রকাশ হয়। তার পর নরভিল, টেলিগ্রাফ পত্রিকা এবং সাংবাদিক জনাথন মোরান এর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিযুক্ত জিওফ্রি রাশ।



মূলত এই মামলার বিষয়েই আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নোংরা অভিজ্ঞতার বর্ণনা দেন নরভিল। যদিও অভিযোগের বিষয়ে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন ৬৭ বছর বয়সী অভিনেতা জিওফরি রাশ। তার দাবি, সে সময় নরভিলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top