সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করল মেলবোর্ন পুলিশ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৮ ১০:৪৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০০

সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করল মেলবোর্ন পুলিশ

অস্ট্রোলয়ার মেলবোর্নে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে শহরের জনাকীর্ণ স্থানে হামলার পরিকল্পনা ছিল তাদের। এই তিনজন ইসলামিক স্টেটের আদর্শে প্রভাবিত বলে পুলিশ জানিয়েছে।



ভিক্টোরিয়ার প্রধান পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাস্টন জানান, দীর্ঘদিন ধরেই হামলাকারীদের ওপর নজর রাখা হচ্ছিল। তারা .২২ ক্যালিবারের রাইফেলের খোঁজ করছিল। হামলা থামানো না গেলে পরিণতি ভয়াবহ হতে পারত বলে জানান তিনি। যত বেশী পারা যায় মানুষ হত্যার পরিকল্পনা ছিল তাদের। এদের সবার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হবে।



গ্রেপ্তার হওয়া তিনজনই তুর্কি বংশোদ্ভূত অস্ট্রেলিয়। এর মধ্যে দুজন ভাই। বিদেশের মাটিতে সন্ত্রাসী হামলা চালাতে পারে এ আশংকায় গত বছর তাদের পাসপোর্ট বাতিল করা হয়।



অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র আইন খুব কঠোর। যুক্তরাষ্ট্রের মত সহজেই এখানে কেউ অস্ত্র কিনেতে পারে না । এজন্য অনুমতির প্রয়োজন হয়। স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আছে এখানে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top