সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অস্ট্রেলিয়ায় নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ


প্রকাশিত:
২২ মে ২০২২ ২৩:৩১

আপডেট:
২২ মে ২০২২ ২৩:৩৬

 

লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। দেশটির প্রধান তিন সংবাদ নেটওয়ার্কের আভাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

নির্বাচনে অ্যান্টনি আলবানিজ এবং তার বিরোধী লেবার পার্টি অস্ট্রেলিয়ায় নয় বছরের রক্ষণশীল সরকারের অবসান ঘটিয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন তার নেতৃত্বাধীন জোটের পরাজয় স্বীকার করে বলেন, ‘আমি সবসময় অস্ট্রেলিয়ান এবং তাদের রায়ে বিশ্বাস করেছি এবং আমি সবসময় তাদের রায় মেনে নিতে প্রস্তুত ছিলাম’। 

দেশটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে গণনা। তবে দেশটির অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি), ৭ নিউজ এবং স্কাউ নিউজ অস্ট্রেলিয়ার আভাসে আলবানিজের জয়ের কথা অনুমান করা হচ্ছে।

দেশটির কোনো গণমাধ্যমেই লেবার পার্টির ৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার খবর নিশ্চিত জানায়নি। তবে খবরে ধারণা করা হয়েছে, নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল-ন্যাশনাল জোটের স্কট মরিসন সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘু কোনো পথেই নেই।

অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের একজন অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়া প্রতিফলিত করার সময় এসেছে।


দেশটির সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের অন্তত ৭৬ টিতে জয়লাভ করতে হবে। এবিসির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ ইতোমধ্যে ৭২ টি আসনে জয়লাভ করছেন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার আর মাত্র ৪টি আসন। অন্যদিকে মরিসনের দল পেয়েছে ৪৭টি আসন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top