সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


চলতি অর্থবছরে সর্বোচ্চ এক লাখ ৯৫ হাজার স্থায়ী অভিবাসী নিবে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৫

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৭

 

জনবল সংকট সামাল দিতে চলতি অর্থবছরে অস্ট্রেলিয়া সর্বোচ্চ এক লাখ ৯৫ হাজার স্থায়ী অভিবাসী গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশকে এটাই সর্বোচ্চ সংখ্যা।

আগের তুলনায় এবার আরো ৩৫ হাজার বেশি স্থায়ী অভিবাসী গ্রহণের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর কারণ হিসেবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারিকালে অস্ট্রেলিয়া সরকারের কঠোর নীতির কারণে সীমান্ত বন্ধ ছিল।

এতে দেশটির বহু খাতে কর্মী সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই সংকট সামাল দিতে সরকার স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়াচ্ছে। দেশটির কর্মীর উৎস হিসেবে অন্যতম দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন ও যুক্তরাজ্য।

বিবিসির প্রতিবেদনে আরো জানানো হয়, অস্ট্রেলিয়ায় বর্তমানে চার লাখ ৮০ হাজার কর্ম খালি রয়েছে। কর্মী সংকটে সবচেয়ে বেশি ভুগছে দেশটির স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, কৃষি ও বিভিন্ন বাণিজ্য খাত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top