সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


এএনজেড স্টেডিয়াম ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


প্রকাশিত:
৯ মার্চ ২০১৯ ০৭:৫০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪০

এএনজেড স্টেডিয়াম ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়া সফরত বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গতকাল ৮ মার্চ শুক্রবার এএনজেড স্টেডিয়াম ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই প্রসঙ্গে বলেন" যেহেতু  দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে একটি স্টেডিয়াম পূর্বাচলে আমরা করব এই জন্য আমি নিউজল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে এসে সিডনির এই দুটি স্টেডিয়াম পরিদর্শন করলাম।  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সহ আরো কিছু স্টেডিয়াম পরিদর্শনে আমার পরিকল্পনা রয়েছে" মন্ত্রী আরো বলেন " এই সকল   স্টেডিয়াম যে সকল সুযোগ সুবিধা ও অবকাঠামো রয়েছে এগুলো আমি মন্ত্রণালয় , জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবি সহ সংশ্লিষ্ট সকলকে অবিহিত করব। যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামের স্টেডিয়াম শুধু আন্তর্জাতিক মানের না হয়ে সেটি যেন বিশ্বমানের হয়। 







স্টেডিয়াম পরিদর্শনে সময়  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  সঙ্গে উপস্হিত ছিলেন   সিডনি বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ কামরুজামান, আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ও স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ, , আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক  মোসলেউর রহমান খুশবু, আওয়ামী লীগ সিডনি শাখার সাংগঠনিক সম্পাদক আইজিদ  আরাফাত অরুপ, স্বদেশ বার্তার ব্যবস্হাপনা সম্পাদক এনামুল হক,   ছাত্রলীগ নেতা মকবুল মুন্না প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top