সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


স্ট্রিপ ক্লাবের কেলেংকারিতে ওয়ান নেশন পার্টির শীর্ষ নেতার পদত্যাগ


প্রকাশিত:
২ মে ২০১৯ ১৩:১২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২

স্ট্রিপ ক্লাবের কেলেংকারিতে ওয়ান নেশন পার্টির  শীর্ষ নেতার পদত্যাগ

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের মুহুর্ত যখন সন্নিকটে, ঠিক এমনই এক সময়ে একের পর এক কেলেংকারিতে জড়িয়ে পর্যদুস্ত হয়েছেন ওয়ান নেশন পার্টির অন্যতম শীর্ষ নেতা স্টিভ ডিকসন। সিনেটর পলিন হ্যানসনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলটি অস্ট্রেলিয়ায় অভিবাসন-বিরোধী এবং মুসলিম বিরোধী মনোভাবের জন্য সুপরিচিত।



দলটির কেন্দ্রীয় এই নেতা গত বছরের শেষ দিকে একই দলের আরেকজন নেতা জেমস এশবির সাথে আমেরিকা সফর করেন এবং সেদেশের অস্ত্র ব্যবহার সংক্রান্ত লবি সংগঠন ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন বা এনআরবির কাছ থেকে বিপুল পরিমাণের ফান্ড আদায়ের জন্য তদবির করেন। এই অনুদানের বিনিময়ে তারা সিনেটে অস্ট্রেলিয়ায় অস্ত্র ব্যবহার সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন।



এ দু’জন ওয়ান নেশন পার্টি নেতার আমেরিকা সফর এবং গোপন বৈঠকের বিভিন্ন কথোপকথন আন্তর্জাতিক গণমাধ্যম আলজাযিরা ফাঁস করে দিলে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েন।



ঐ কেলেংকারিকে বিভিন্ন অজুহাত এবং যুক্তি দিয়ে ধামাচাপা দিতে সক্ষম হলেও এবার সে একই নেতার ব্যক্তিগত যৌন অসদাচরণের বিষয়টি ফাঁস হয়ে যাওয়াতে তার রাজনৈতিক ভবিষ্যত ধ্বংস হয়ে গিয়েছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।



ওয়াশিংটন ডিসি সফরকালে এই নেতা সেখানকার একটি স্ট্রিপ ক্লাব বা নগ্ন নৃত্যের পানশালায় গিয়েছিলেন। গোপনে ধারণ করা ভিডিও ফুটেজটিতে দেখা যায় সেই ক্লাবের ভেতরে তিনি এক নর্তকীকে জড়িয়ে ধরছেন এবং অশ্লীল ভাষায় বলছেন ‘সাদা চামড়ার মেয়েরা হাজারগুণে ভালো। তারা জানে তাদেরকে কি করতে হবে, যা এশিয়ান মেয়েরা জানে না’। এ সময় তিনি আরেকজন নর্তকীকে ‘বিচ’ বলে ডাকেন এবং তাকে নিজের শরীরের স্পর্শকাতর অংশে অগ্রহণযোগ্যভাবে হাত বুলানোর জন্য অনুরোধ করেন।



এ ভিডিও ক্লিপটি গত সোমবার অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নাইনের জনপ্রিয় অনুষ্ঠান ‘এ কারেন্ট এফেয়ার’ এসম্প্রচারিত হলে তার পরদিন মঙ্গলবার ডিকসন দলীয় পদ থেকে পদত্যাগ করেন। তিনি বিবৃতিতে জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে আমেরিকা ভ্রমণের সময় ধারণকৃত ভিডিওটির ঘটনার সময় তিনি মদ্যপানের কারণে মাতাল ছিলেন।



ওয়ান নেশন পার্টির শীর্ষ নেতা পলিন হ্যানসন বলেছেন, তার সহযোগী ডিকসনের এই অগ্রহণযোগ্য আচরণে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ডিকসনের একটি পরিবার আছে, সুতরাং আমি এ নিয়ে তার চরিত্র বিশ্লেষণে যাবো না। তাছাড়া সে দলের সকল পদ ও পদবী থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছে।



এ মাসের আঠারো তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের ব্যালট পেপার এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র ইতিমধ্যেই ছাপা হয়ে যাওয়াতে যদিও স্টিভ ডিকসন কুইনসল্যান্ড থেকে সিনেটর পদপ্রার্থী হিসেবে বহাল থাকবেন, তথাপি এই কেলেংকারি প্রকাশ এবং দল থেকে পদত্যাগেরে পর তার সিনেটর হওয়ার সকল সম্ভাবনাই শেষ হয়ে গিয়েছে। ওয়ান নেশন পার্টির এনএসডব্লিউ নেতা মার্ক লাথাম বলেন, স্ট্রিপ ক্লাবের এই ভিডিও ফুটেজ প্রচারিত হওয়ার পর রাজনীতিতে স্টিভ ডিকসনের আর কোন ভবিষ্যত নেই। তিনি বলেন, এ ধরণের কাউবয়সুলভ বেপরোয়া আচরণ কোন রাজনৈতিক দলের পক্ষেই গ্রহণযোগ্য নয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top