সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে তাসমানিয়ান লিবারাল নেত্রীর প্রার্থিতা প্রত্যাহার


প্রকাশিত:
৪ মে ২০১৯ ১৫:১৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪

মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে তাসমানিয়ান লিবারাল নেত্রীর প্রার্থিতা প্রত্যাহার

গত সপ্তাহে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু লেখার জের ধরে অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য তাসমানিয়ায় বর্তমান ক্ষমতাসীন দল লিবারাল পার্টির একজন স্থানীয় নেত্রীকে আসন্ন সংসদ নির্বাচনে থেকে প্রত্যাহার করে নিয়েছে। 

হোবার্ট মার্কারি নামের স্থানীয় একটি সংবাদপত্র গত মঙ্গলবার এক খবর প্রকাশ করে যেখানে দেখা যায় জেসিকা হুইল্যান নামের লিবারেল নেত্রীর নাম এবং ছবিসম্বলিত একাউন্ট থেকে অস্ট্রেলিয়ায় মুসলিম অভিবাসন বন্ধের সিদ্ধান্ত নেয়ার জন্য গণভোট আয়োজনের আহবান জানানো হয়। 

একই একাউন্ট থেকে আরেকটি পোস্টে বলা হয়, সিরিয়া এবং ইরাক থেকে আসা শরণার্থীদেরকে যেন তাসমানিয়াতে স্থান দেয়া না হয়। 

মিস হুইল্যান এক বিবৃতিতে বলেন, এসব প্রকাশিত পোস্টগুলো প্রকৃতপক্ষে তার নিজের প্রকাশিত নয় এবং এসব পোস্টকে ‘বিকৃত ছবি’ হিসেবে তিনি ফেডারেল পুলিশের কাছে উল্লেখ করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বে প্রকাশিত প্রাক্তণ এই লিবারাল নেত্রীর আরো কিছু লেখা ইতিমধ্যেই প্রচুর বিতর্কের জন্ম দিয়েছে। এরকমই তার প্রতি সম্পৃক্ত এক একাউন্টের বক্তব্যে মুসলিম নারীদের অঙ্গহানি করে তাদেরকে দাসী হিসেবে বিক্রির আহবান জানাতে দেখা যায়। 

এই পোস্টে বলা হয় ‘ডোনাল্ড, তাদেরকে এক জায়গায় জমা করো। তারপর তাদের যৌনাঙ্গ কেটে দিয়ে মুসলিম দেশগুলোতে মুসলমানদের কাছে তাদেরকে বিক্রি করে দাও। একই সাথে তাদের পাসপোর্টগুলোও বাতিল করে দাও’। 

তবে তাসমানিয়ান লিবারাল পার্টি জানায়, মিস হুইল্যানের অন্য কিছু লেখা এবং মতামত বেশ প্রশ্নবোধক এবং অগ্রহণযোগ্য। এ সম্পর্কে দলটি আগে অবগত ছিলো না, বর্তমানে তা প্রকাশিত হওয়ার পর শুক্রবার তিনি দল থেকে পদত্যাগ করেছেন। 

তবে জেসিকা হুইল্যান একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন। তিনি একই সাথে বিকৃত ছবি ও বক্তব্যকে তার নামে সম্পৃক্ত করার বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনার প্রতিক্রিয়ায় তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছিলেন, বিকৃত ছবিকে এই লিবারাল নেত্রীর সাথে সম্পৃক্ত করে অপপ্রচার চালানোর বিষয়টি অসম্ভব কিছু নয়। তবে পরদিন শুক্রবার তিনি বলেন, ঐ নেত্রীরই দেয়া কিছু তথ্যের ভিত্তিতে তার দলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। 

তাসমানিয়ার ঐ আসনে লিবারাল এই প্রার্থীর প্রার্থিতা খারিজের ফলে সরকারী দল বর্তমানে স্থানীয় ন্যাশনালস প্রার্থী দিয়ানা হাচিসনকে নির্বাচনে সমর্থন জানিয়েছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top