সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নির্বাচনী প্রচারনার সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ


প্রকাশিত:
৭ মে ২০১৯ ১৬:৫২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৮

নির্বাচনী প্রচারনার সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ডিম ছুড়ে মেরেছেন এক নারী বিক্ষোভকারী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার দেশটির নিউ সাউথ ওয়েলসের অ্যালবারি শহরে প্রচার চালানোর সময় এ কাণ্ড ঘটায় ওই নারী। 



এ বিষয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলছিল। ঘটনাস্থলে একজন বয়স্ক নারী অজ্ঞান হয়ে পড়েন। 



প্রতিবেদনে আরো বলা হয়, প্রধানমন্ত্রী মরিসন দ্রুত মাথায় হাত দিয়ে ডিম মোছার চেষ্টা করেন এবং মেঝেতে পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে সাহায্য করার জন্য এগিয়ে যান।



পরে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে ওই নারী জানান, পাপুয়া নিউগিনির মানুস আইল্যান্ডের জন্য তিনি এই কাজ করেছেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নৌপথে সে দেশে প্রবেশের চেষ্টা করা শরণার্থীদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।



এদিকে এক টুইট বার্তায় এই ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী মরিসন।



এর আগে গত মার্চে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রাসের অ্যানিংকেও ডিম প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top