সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মসজিদে হামলাকারী সেই ট্যারান্ট সন্ত্রাসবাদে অভিযুক্ত


প্রকাশিত:
২২ মে ২০১৯ ০৭:০৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১

মসজিদে হামলাকারী সেই ট্যারান্ট সন্ত্রাসবাদে অভিযুক্ত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আটক অস্ট্রেলীয় নাগরিককে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে। হামলাকারী ট্যারান্টের বিরুদ্ধে ৫১টি খুন ও ৪০টি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।



নিউজিল্যান্ডের পুলিশ মঙ্গলবার (২১ মে) এক বিবৃতিতে একথা জানিয়েছে বলে খবর বিবিসির।  



বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে ‘সন্ত্রাসবাদে জড়িত’ বলে অভিযুক্ত করা হয়েছে। জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।



শ্বেত বর্ণবাদী ট্যারান্ট গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে নির্বিচার গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। আহত হন আরও ৪০ জন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top