সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অস্থায়ী বাসিন্দা ও বিদেশী শিক্ষার্থীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ০১:৩৯

আপডেট:
২ ডিসেম্বর ২০১৯ ০০:০৪

অস্থায়ী বাসিন্দা ও বিদেশী শিক্ষার্থীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম

অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে গাড়ি চালানো কোন সৌখিনতা কিংবা বিলাসিতার বিষয় নয়, বরং এটি প্রাত্যাহিক জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নিত্যপ্রয়োজনীয় বিষয়। সাধারণত স্থায়ী ভাবে বসবাসের ভিসা কিংবা নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত কেউ চাইলে এদেশে নিজ দেশের আন্তর্জাতিক লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারে। তবে এক্ষেত্রে সম্প্রতি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকার একটি বড় ধরণের নতুন নিয়ম এবং আইন প্রবর্তন করেছে। 

অস্ট্রেলিয়ার গাড়ি চালনা ও সড়ক সংক্রান্ত আইনকানুন সাধারণত রাজ্য সরকার বা স্টেট গভর্মেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। পৃথিবীবিখ্যাত শহর মেলবোর্ন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে অবস্থিত। 

ভিক্টোরিয়াতে এখন থেকে কেউ অস্থায়ী ভিসায় বসবাস করলে অথবা বিদেশী ছাত্র হিসেবে থাকলে প্রথম ছয়মাসের পর সে আর অন্য কোন দেশের আন্তর্জাতিক লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর অনুমতি পাবে না। সুতরাং এদেশে আসার প্রথম ছয়মাসের পর কেউ যদি ভিক্টোরিয়াতে গাড়ি চালাতে চায় তাহলে তাকে স্থানীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে ভিক্টোরিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। 

অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে কার্যকর এই আইনের কারণে এতোদিন যারা দীর্ঘদিন যাবত বিদেশী লাইসেন্স দিয়ে ভিক্টোরিয়াতে গাড়ি চালিয়ে আসছিলেন, আগামী ছয় মাস তথা ২০২০ সালের এপ্রিলের ভেতরেই স্থানীয় লাইসেন্স সংগ্রহ করতে হবে। 

স্টেট সরকার ইতিমধ্যেই কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে কেউ যদি এ আইন ভঙ্গ করে তাহলে তা ‘বিপদজনক’ আচরণ হিসেবে গণ্য হবে এবং অপরাধীকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। 

অস্ট্রেলিয়াতে সাধারণত গাড়ি চালনার ক্ষেত্রে কোন নিয়মভঙ্গ করলে তখন আর্থিক জরিমানার পাশাপাশি লাইসেন্সে ডিমেরিট পয়েন্ট যোগ হয়। এভাবে ডিমেরিট পয়েন্ট যোগ হতে হতে একটি নির্দিষ্ট মাত্রায় পৌছলে তখন দীর্ঘ সময়ের জন্য লাইসেন্স স্থগিত রাখা হয়। জরিমানার চিঠিগুলো গ্রহণ না করে পাল্টা ফেরত পাঠানোর মাধ্যমে এতোদিন অনেকেই ডিমেরিট পয়েন্ট ফাঁকি দিতে পারতো। নতুন এ আইনে এই সুযোগ বন্ধ করা হয়েছে এবং নিয়ম প্রবর্তন করা হয়েছে যে চিঠি পাঠানোর সাত দিন পর থেকে তা গৃহীত হিসেবে গণ্য করা হবে এমনকি যদি তা কোন কারণে ফেরতও আসে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top