সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অস্ট্রেলিয়া ডে উদযাপনের সময় কেক খাওয়ার প্রতিযোগিতায় নারীর মৃত্যু


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০০

অস্ট্রেলিয়া ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ডেসার্ট ল্যামিংটন কেক খাওয়ার প্রতিযোগিতায়  অংশ নিয়ে দ্রুত কেক খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গিয়েছেন একজন নারী। । রোববার রাতে কুইন্সল্যান্ডের হার্ভে বেতে একটি হোটেলে আয়োজিত ওই প্রতিযোগিতায় কেক খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬০ বছর বয়সী এ নারী। তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাকে হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মারা যান।

অস্ট্রেলিয়া ডে-তে খাবারের প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার একটি পুরাতন রীতি। দ্য বিচ হাউস হোটেল স্পঞ্জ জাতীয় কেক ল্যামিংটন খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিল। কেক বেকিংয়ের ভাষায় এ কেককে ‘ফ্লাফি’ বলা হয়। মাখন, চকলেট আর নারকেল দিয়ে বানানো হয় এই কেকের উপরে থাকে নারকেলের গুঁড়োর কোটিং। চকোলেট সসে ডুবিয়ে খেতে হয় এ বিশেষ ধরনের কেক।

দ্য বিচ হাউস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এমন মর্মান্তিক ঘটনায় হতবাক তারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মহিলার নাম প্রকাশ না করে তার পরিবার ও বন্ধুদের প্রতি সান্ত্বনা জানিয়ে বার্তা দিয়েছে এবং দ্রুত সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই মহিলার পুরো মুখভর্তি করে কেক নিয়েছিলেন। সেটি খেতে তাঁর অসুবিধা হচ্ছিল। তার আকস্মিক মৃত্যুতে হতবাক তাঁর পরিবারের সদস্যরা। সকলেই বলছেন, খোশ মেজাজে কেক খাওয়ার প্রতিযোগিতায় যোগ দিতে এসেছিলেন ওই মহিলা।

 

কীভাবে মহিলার মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান সম্ভবত গলায় কেক আটকে দমবন্ধ হয়েই হয়তো মারা গিয়েছেন মহিলা। তবে ওই কেকের মধ্যে কিছু মেশানো ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top