হাঙরকে খাওয়াতে গিয়ে হাঙরের খাবার পার্থের এক নারী


প্রকাশিত:
৬ জুলাই ২০১৮ ০৬:৪০

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৮:০৭

হাঙরকে খাওয়াতে গিয়ে হাঙরের খাবার পার্থের এক নারী

শখের বসে হাঙরকে খাওয়াতে গিয়েছিলেন মেলিসা ব্রুনিং নামের এক নারী। অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা তিনি। সম্প্রতি তিনি দেশটির দুগংবে-তে হাঙরকে খাওয়াতে গিয়ে নিজেই হাঙরের খাবার হয়ে যাচ্ছিলেন!



সাথে-সাথে বন্ধুরা সাহায্য করে। নতুবা নিশ্চিত হাঙরের খাবার হতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 



অস্ট্রেলিয়ার দুগংবে হাঙর পর্যটনের অন্যতম আকর্ষণ। সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন মেলিসা। একটি কাঠের পাটাতনে দাঁড়িয়ে খাবার নিয়ে হাঙরকে খাওয়ানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে হাঙর আক্রমণ করে তাকে, পড়ে যান পানিতে। সাথে-সাথে পাশে দাঁড়িয়ে থাকা এক বন্ধু তাকে ধরে ফেলেন, পানি থেকে টেনে তুলে নেন। অল্পের জন্য রক্ষা! গুরুতর আঘাতও পাননি তিনি!


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top