সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


৮ বছর অনুসন্ধানের পর ধরা পড়ল সেই দৈত্যাকার কুমিরটি


প্রকাশিত:
১১ জুলাই ২০১৮ ১৫:১১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৭

৮ বছর অনুসন্ধানের পর ধরা পড়ল সেই দৈত্যাকার কুমিরটি

প্রায় আট বছর আগে দৈত্যাকার কুমিরটির সন্ধান পান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রেঞ্জাররা। কুমিরটির আকার যেমন বিশাল তেমন ওজনও প্রচুর। আর এত বড় কুমির সে অঞ্চলে আগে দেখা যায়নি।



সন্ধান পাওয়ার পর থেকে একে ধরার জন্য চেষ্টা চলতে থাকে। তবে সে চেষ্টা এত দীর্ঘায়িত হবে, তা আগে কেউই ভাবতে পারেনি।



এতদিন চেষ্টার পর কুমিরটিকে ধরে দেখা যায়, এর ওজন প্রায় ৬০০ কেজি। লম্বায় পা থেকে মাথা পর্যন্ত ১৫.৪৫ ফুট। সে অঞ্চলের সবচেয়ে লম্বা কুমির এটি। এর বয়স ৬০ বছর বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।



কুমিরটিকে ধরা হয়েছে এটি যেন মানুষের সংস্পর্শে না আসে সেজন্য। ধরার পর একে ক্যাথেরিন অঞ্চলের একটি কুমির খামারে পাঠানো হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top