সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২১:৪২

আপডেট:
২১ আগস্ট ২০২১ ২১:৫৬

 

প্রভাত ফেরী: ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টার এর উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় ৩টা এবং অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা ৭টায় এই ওয়েবমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবে আ ক ম মোজাম্মেল হক, (মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়), প্রধান বক্তা হিসেবে থাকবেন, শাহরিয়ার কবির (সভাপতি, একাত্তরের দালাল নির্মূল কমিটি) এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন, শ্যামলী নাসরিন চৌধুরী, সহ সভাপতি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আরো থাকছেন, মেজর জেনারেল আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান খান, পাভেল রহমান একুশেপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী।

ওয়েবমিনার আয়োজনের সভাপতিত্ব করবেন ডাঃ একরাম চৌধুরী ( সভাপতি, ফোরাম ফর সেকুলার বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টার)।

অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন জুয়েল তালুকদার (ফোরাম ফর সেকুলার বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টার)।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top