সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জালালাবাদ এসোসিয়েশন ইনক্ অষ্ট্রেলিয়া এর কার্যকরি কমিটি গঠন


প্রকাশিত:
১৬ মে ২০২৩ ২২:৩৭

আপডেট:
১৭ মে ২০২৩ ০০:৪২

 

অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের ফেয়ার ট্রেডিং এর নিয়ম অনুসরণ পুর্বক বৃহত্তর সিলেটবাসীর অতি প্রত্যাশিত জালালাবাদ এসোসিয়েশন ইনক্ অষ্ট্রেলিয়া এর ২০২৩-২০২৫ সনের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ড. হুমায়ের চৌধুরী রানাকে সভাপতি এবং জনাব মোহাম্মদ ফরিদ মিয়াকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

সভাপতি ড. হুমায়ের চৌধুরী এসোসিয়েশনের অভিষেক অনুষ্টানে বৃহত্তর সিলেট সহ দেশ ব্যাপি মানুষ এবং সমাজের কল্যানে কাজ করা এবং অষ্ট্রেলিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেটী কমিউনিটির কল্যানে এবং অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের যে কোন জাতীয় দুর্যোগে কাজ এবং সহায়তা করার প্রত্তয় ব্যাক্ত করেন। সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ ফরিদ মিয়া বৃহত্তর সিলেটবাসীর কল্যানে কাজ করার জন্য সবাইকে একতাবদ্ব হয়ে থাকার উপর গুরুত্ত আরোপ করেন।

পরবর্তিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জালালাবাদ এসোসিয়েশন ইনক্ অষ্ট্রেলিয়াকে বাংলাদেশের জালালাবাদ এসোসিয়েশন ঢাকার অধিভুক্ত (affirmation) করার জন্য লিখিত অনুরোধ জানালে ঢাকাস্ত জালালাবাদ এসোসিয়েশন এর অনুমোদন দান করেন এবং তার সাথে এসোসিয়েশনের সভাপতি জনাব কয়েস সামি এবং সাধারন সম্পাদক জনাব আনোয়ার হুসেন চৌধুরী আগামীতে ঢাকা এবং অষ্ট্রেলিয়া কমিটি পরস্পর সহযোগিতার মাধ্যমে বৃহত্তর সিলেটবাসীর কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ সফররত জালালাবাদ এসোসিয়েশন ইনক্ অষ্ট্রেলিয়ার সভাপতি ড. হুমায়ের চৌধুরী রানা ঢাকায় অনুষ্টিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকা বাংলাদেশের বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথির নিমন্ত্রণে সেখানে উপস্হিত হলে তাকে কমিটির এসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্ভর্ধনা দেয়া হয়। ড. চৌধুরীকে এসোসিয়েশনের সকল কর্মকর্তাবৃন্ধ গায়ে epaulette emblem পরিয়ে উপস্হিত দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top