সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সিডনিতে বর্ষসেরা স্বেচ্ছাসেবী সম্মাননা পেয়েছেন নাইম আবদুল্লাহ


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৬

 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থার বর্ষসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেয়েছেন সিডনি প্রবাসী বাংলাদেশি নাইম আবদুল্লাহ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট এমপি গ্রেগ ওয়ারেন।

এই সম্মাননা অনুষ্ঠানে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থার সিইও জিমা রীগেটসহ এমপি, মেয়র ও কাউন্সিলগণ উপস্থিত ছিলেন।

ভলান্টিয়ার অব দা ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। বছরজুড়ে সমাজের কল্যাণে বিভিন্ন খাতে অবদান রাখার জন্য প্রতিবছরই বিভিন্ন সম্মাননা দিয়ে থাকে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থাটি। সম্মাননাগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা তরুণ স্বেচ্ছাসেবক, বর্ষসেরা স্বেচ্ছাসেবক দল, বর্ষসেরা স্বেচ্ছাসেবক ইত্যাদি। এবারের কমিউনিটি নিউজ মিডিয়ায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন বাংলাদেশি নাইম আবদুল্লাহ।

নাইম আবদুল্লাহ একজন প্রবীণ প্রবাসী সাংবাদিক। গত ১২ বছরেরও অধিক সময় ধরে সিডনিতে তিনি স্বেচ্ছায় এই পদে কাজ করছেন। সিডনিসহ অস্ট্রেলিয়ায় বাংলা ভাষাভাষী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের খবর তার রিপোর্টের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়ছে। একজন নিবেদিত প্রাণ সাংবাদিক হিসাবে তিনি প্রবাসে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও তার মূলধারাকে বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top