সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সিডনিতে আমাদের কথা আয়োজিত রবীন্দ্র জয়ন্তী পালিত


প্রকাশিত:
২০ মে ২০২৪ ১৭:৫৮

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪

 

নাইম আবদুল্লাহ: গত ১৮ মে (শনিবার) সিডনির ক্যাম্পবেলটাউন সিভিক হলে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমাদের কথা। বিগত দুই বছর ধরে সিডনিতে এককভাবে রবীন্দ্র নাথের জন্ম জয়ন্তী পালনের উদ্যোগ প্রথম এই সংগঠনটি নেয়। এটি ছিলো তাদের তৃতীয় আয়োজন। পুরো আয়োজন জুড়ে ছিল রবীন্দ্রনাথের গান , কবিতা , নাচ তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও তাঁকে নিয়ে আগত দর্শকদের ভাবনা।

অনুষ্ঠানের শুরুটা হয় সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুদের কোরাস 'আলো আমার আলো ' গান গেয়ে সাংষ্কৃতিক পর্বের সূচনা করা হয়। এর পরেই ছিল নতুন প্রজন্মের গান, ছড়া ও নৃত্য পরিবেশনা।

মিলি ইসলাম রবীন্দ্রনাথকে নিয়ে স্বল্প পরিসরে তথ্য পরিবেশন করেন সাংষ্কৃতিক পর্ব শুরুর আগে। অনুষ্ঠানটির সাংস্কতিক পর্বগুলোকে গীতবিতানের আদলে পূজা পর্যায়, প্রকৃতি পর্যায় ও প্রেম পর্যায়ের পরিবেশনায় ভাগ করা হয়।


পূজা পর্যায়ে পরিবেশনায় ছিলেন পূরবী, ঋদ্ধ, জুঁই, তনিমা ও পৃথিবী। প্রকৃতি পর্যায়ে পরিবেশনায় ছিলেন শাহরিল রলি , ফারিন, প্রেরণা ডান্স গ্রুপ। প্রেম পর্যায়ে মঞ্জুশ্রী , মিশা , বাঁধন , সুবর্ণা , পলি ফরহাদ , মারিয়া , শ্রেয়সী ও তার নটরাজ ড্যান্স একাডেমির পরিবেশনা।

এছাড়াও কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আয়েশা কলি 'বাঁধলো বাঁধলো ঝুলনিয়া ' গানটি গেয়ে। অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন দিব্যজ্যোতি বড়ুয়া, পার্থ বড়ুয়া, নামিদ ফারহান, আশিক সুজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কলামিস্ট ও লেখক অজয় দাশ গুপ্ত। তিনি বলেন ,"রবীন্দ্র নাথের জন্ম না হলে শিল্প সাহিত্যের অনেক জায়গায়ই পূরণ হতো না। রবীন্দ্রনাথ দিয়েছেন আমাদের প্রশান্তি। গল্পে , কবিতায় , গানে ও দর্শনে কোথায় রবীন্দ্রনাথ নাই বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যকে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন সেই সময়ে এবং বাংলায় তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন। এই তো বাঙ্গালীর বিশাল অহংকার।"নতুন প্রজন্মকে বাংলা সংষ্কৃতিতে অবদান রাখার জন্য আমাদের কথা সার্টিফিকেট প্রদান করে।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, সিডনির কমিউনিটির প্রিয়জন গামা আব্দুল কাদির ও সংগঠক রাজনীতিবিদ শফিকুল আলম। এছাড়াও ছিলেন নারী সংগঠকদের মধ্যে তিশা তানিয়া, এলিজা আজাদ টুম্পা, রোকেয়া আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান পরিবেশনা করার আশ্বাস দিয়ে সকলকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি টানেন সংগঠনের কর্ণধার এবং সঞ্চালক পূরবী পারমিতা বোস। সার্বিক সহযোগীতায় ছিল আব্দুল্লাহ আল মামুন, মইনুল ইসলাম সুমন ও ফাহাদ আজগর, সাঈদ মারুফ। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আত্ত্বাবুর রহমান। অনুষ্ঠানের রাবীন্দ্রিক সাজসজ্জায় ছিলেন কানিতাজ ইভেন্ট সলিউসন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top