খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন


প্রকাশিত:
২৭ জুলাই ২০১৮ ১০:০৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা  গেছেন (ইন্নালিল্লাহি ----- রজিউন)।



বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সংসদ সদস্য।



সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোর্তজা রশিদ বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আট মাস আগে সুজার কিডনি প্রতিস্থাপন করা হয়। গত ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে সুজার সঙ্গে তার স্ত্রী রয়েছেন।’



১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাট জেলার ফকিরহাটে জন্মগ্রহণ করা এস এম মোস্তফা রশিদী সুজা ১৯৮৬ সালে খুলনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচনে পরাজিত হন।। পরে ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে বিজয়ী হন তিনি। ১৯৯৬ এর নির্বাচনেও এ আসন থেকে বিজয়ী হয়ে হুইপ মনোনীত হন। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০০৮ সালের নির্বাচনের সময় আত্মগোপনে থাকেন তিনি।



সুজা খুলনা জেলা আওয়ামী লীগের ৩ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবেও একবার দায়িত্ব পালন করেন। ওয়ান ইলেভেনের সময় আত্মগোপনে থাকা সুজা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ফেরেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন সুজা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top