কাইউম আজাদ ও ইশরাত জাাহানের বিবাহোত্তর সংবর্ধনা


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২১

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৭

কাইউম আজাদ ও ইশরাত জাাহানের বিবাহোত্তর সংবর্ধনা

স্বদেশ বার্তা পরিবারের অন্যতম সদস্য ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুরুল আজাদের কনিষ্ঠ পুত্র  কাইউম আজাদ রবিন ও তার সহধর্মিণী ইসরাত জাহান আতহিনার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৯ জানুয়ারি। সে দিন রাজধানীর বাড্ডার  সিরাজ কনভেনশন সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানাতে উপস্থিত হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর,   বাংলাদেশ  আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক  আফজাল হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী শাখাওয়াত মুন, জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, জামিল হোসেন প্রমুখ। রাজনীতিবিদ , প্রশাসনের   উর্ধতন কর্মকর্তা ও  তারকাশিল্পীদের উপস্থিতি কাইউম আজাদ ও ইশরাত জাাহানের বিবাহোত্তর সংবর্ধনার সৌন্দর্য যেন অনেকাংশেই বাড়িয়ে দেয়। 







বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কাইউম আজাদের মা বেগম লুৎফারা,  বড় ভাই আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ, মেজ ভাই মামুন আজাদ, বোন সোনিয়া আজাদ এবং  ইশরাত জাাহানের বাবা মোঃ মোবারক হোসেন মা সাবরিনা হোসেন সহ উভয় পরিবারের বিপুল সংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নব দম্পতিকে শুভেচ্ছা জানান এবং সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top