বহুমাত্রিক লেখক মীম মিজান'র পিতৃবিয়োগ ও দাফন সম্পন্ন


প্রকাশিত:
১৩ জুলাই ২০১৯ ০০:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

বহুমাত্রিক লেখক মীম মিজান'র পিতৃবিয়োগ ও দাফন সম্পন্ন

গত ০৮ জুলাই বহুমাত্রিক লেখক মীম মিজান'র বাবা ইন্তেকাল করেছেন।



লেখক, গবেষক, অনুবাদক ও কলামিস্ট মীম মিজান'র বাবা মোঃ মোসলেম উদ্দিন গত আটই জুলাই সোমবার সকাল এগারোটার সময় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল পঁচাত্তর বছর। একইদিন বাদ ইশা পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে মীম মিজান'র গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার কৈমারী ইউনিয়নস্থ মৌয়ামারী গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়।



মরহুম দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। তিনি ইন্তেকালের সময় স্ত্রী, দু'ছেলে ও চার কন্যাসন্তান, উনিশজন নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মীম মিজান মরহুমের কনিষ্ঠ পুত্র।



মীম মিজান তার মরহুম পিতার বিদেহী আত্নার মাগফিরাতের জন্য সুধীমহলের নিকট দুয়া কামনা করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top