ঢাকার পুলিশ বক্সে বোমা রাখার দায় স্বীকার আইএসের
প্রকাশিত:
২৬ জুলাই ২০১৯ ০৫:৪৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

ঢাকায় দুটি পুলিশ বক্সের পাশে বোমা পুঁতে রাখার ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট (আইএস)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি।
আইএসের দাবি, ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টে হামলার উদ্দেশ্যে এ বোমা দুটি স্থাপন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে আইএস সম্পৃক্ততার তথ্যটি এখনও নিশ্চিত করা হয়নি।
বিস্ফোরণের আগেই গত বুধবার রাতে খামারবাড়ি ও পল্টন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
‘এর পেছনে আইএস, জেএমবি বা কোনো সংঘবদ্ধ দল জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে,’ বিবিসিকে বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ কমিশনার মোহাম্মদ সানোয়ার হোসেন।
গত ২৪ জুলাই রাত ১২টার দিকে খামারবাড়ি মোড়ের পুলিশ বক্সের কাছে থেকে এই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
সেখানকার মেট্রোরেল কর্মীরা সন্দেহজনক এই বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এর আগে, রাত ১১টার দিকে ঢাকার পল্টন মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আরেকটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
দুটি বোমারই ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটান বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। সূত্র: বিবিসি বাংলা
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: