দুদকে এসকে সিনহার ভাই


প্রকাশিত:
২৯ জুলাই ২০১৯ ০৪:২৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৬

দুদকে এসকে সিনহার ভাই

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন।



রবিবার (২৮ জুলাই) বেলা সাড়ে এগারটা নাগাদ একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি দুদকে যান। 



দুদকে যাওয়ার কারণ হিসেবে নরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দুদক পরিচালক সৈয়দ ইকবাল টেলিফোনে তাকে হাজির হতে বলেছেন। এজন্যই তিনি সেখানে গেছেন। পাশাপাশি তিনি আয়করের নথি জমা দিয়েছেন বলেও জানিয়েছেন।



প্রসঙ্গত, গত ১০ জুলাই ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এসকে সিনহা বর্তমানে কানাডায় অবস্থান করছেন।



এই মামলায় তার ভাই নরেন্দ্র কুমারকে আসামি করা হয়নি। তবে ভাইয়ের অর্থ পাঁচারের সঙ্গে জড়িত সন্দেহে যেকোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top