সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫২

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে হেকশেয়ার স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।      



শুধুমাত্র প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার এ বনভোজনে অংশ নেন। এ ছাড়া কয়েকজন শুভানুধ্যায়ীও অংশ নিয়েছিলেন। বনভোজন ছিল উপভোগ্য। নারীদের হাঁড়ি ভাঙা খেলা, পুরুষদের পেনাল্টি কিক মারা প্রতিযোগিতা এবং ক্লাব সদস্যদের সঙ্গীত প্রতিযোগিতা ছিল আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ।



সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সামসুন্নাহর নিম্মি, দ্বিতীয় মোহাম্মদ সাঈদ এবং তৃতীয় দিমিত্র এথিনা। বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া নামমাত্র মূল্যে র্যা ফেল ড্র’র পুরস্কার হিসাবে রঙিন টিভি ও আইফোন-৬এস প্রদান করা হয়েছে।



বাসে চড়ে একসঙ্গে আনন্দ-উল্লাস করে বনভোজনে গিয়েছিলেন প্রেসক্লাবের সদস্য পরিবার-পরিজন। বাস ছেড়েছিল জ্যাকসন হাইটস এলাকা থেকে।



নাগরিক কোলাহল ছেড়ে নির্জনতায় তারা ডুবেছিলেন আনন্দ-উল্লাস আর সঙ্গীতের মূর্ছনায়। বনভোজনে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি। তিনি মাতিয়ে রাখেন সমবেত সঙ্গীত পিপাসুদের। 





এই বনভোজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাঈদ ও সামসুন্নাহার নিম্মি।



সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন কণ্ঠশিল্পী ফিরোজ ইসলাম এবং মিসেস মঈন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এটর্নী মঈন চৌধুরী। তিনি সঙ্গীতও পরিবেশন করেন। এ ছাড়া বনভোজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটির এটর্নী জেনারেল পদে প্রার্থী (প্রাইমারীতে ডেমক্রেট প্রার্থী) লেসিয়া ইভ।  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top