দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিসহ একই পরিবারের ৩ জন খুন


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিসহ একই পরিবারের ৩ জন খুন

দক্ষিণ আফ্রিকার কপিনবাবা এলাকায় বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে খুন করা হয়েছে। শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আফ্রিকান (কালা) পরিবারটির ওপর অতর্কিত হামলা চালায়।



খুন হওয়া বাংলাদেশিরা হলেন- মো. ইউনুস, তার স্ত্রী ও মেয়ে। জানা গেছে, ইউনুস তার আফ্রিকান স্ত্রী ও তার মেয়েকে নিয়ে ওই কপিনবাবা এলাকায় বসবাস করতো।



গতকাল রাতে আফ্রিকান কালারা ওই পরিবারের সবাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। ইউনুসের হাত-পায়ের রগ কেটে তারা মৃত্যু নিশ্চিত করে। নিহত ইউনুসের বাড়ি নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top