সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বাহরাইনে ভবন ধ্বসে ৪ বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৮ ০৪:৫৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৩

বাহরাইনে ভবন ধ্বসে ৪ বাংলাদেশির মৃত্যু

বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবন ধ্বসে ৪ বাংলাদেশি মারা গেছে এবং আহত হয়েছে আরও ২৫ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ভবন ধ্বসের পরই উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।



 



এদিকে বাহরাইন পুলিশের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাহরাইনে একটি ভবন ধ্বসে ২০ জন আহত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার মানামার পাশে সালমানিয়াতে একটি পুরাতন ভবন ধ্বসে যায়। তিন তলা ওই ভবনে বিদেশি শ্রমিকরা থাকতেন।



পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরই আগুন নেভানোর সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যায় ৬০ জন উদ্ধারকর্মী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top