সৌদির রাস্তায় বাংলাদেশি তরুণের লাশ


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০১৮ ১২:৩৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:৩০

সৌদির রাস্তায় বাংলাদেশি তরুণের লাশ

সৌদি আরবের আরার শহরে সড়ক দুর্ঘটনায় শেখ আব্দুল মান্নান নামের এক যুবক নিহত হয়েছেন।গত শুক্রবার (৯ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশি এ যুবক।



নিহতের মরদেহ মোছাদিয়া সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। বাবার নাম শেখ ফজলুল হক।



 



জানা যায়, ভাইয়ের সঙ্গে দেখা করে বাসায় ফেরার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে রাস্তার পার্শ্বে ইমারজেন্সি পার্ক করিয়ে পানি আনতে যান মান্নান। এসময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ মোছাদিয়া সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। তার বাবার নাম শেখ ফজলুল হক।



প্রসঙ্গত, সৌদি আরবে মৃত্যু মিছিল দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে কেউ না কেউ মৃত্যুবরণ করে যাচ্ছেন। এই মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবস্থানরত প্রবাসী ও প্রবাসী পরিবারে মধ্যে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top