সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ফোর্বসের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি পাভেল


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৮ ০৭:১১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৯

ফোর্বসের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি পাভেল

বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর নতুন তালিকায় গবেষণায় সেরা ৩০ বছরের কম বয়সী ৩০ জনের মধ্যে (থার্টি আন্ডার থার্টি) রয়েছেন বাংলাদেশি যুবক বায়োলজিস্ট জি এম মাহমুদ আরিফ পাভেল।  তালিকার প্রথম দিকেইতার নাম রয়েছে। তার বয়স ২৯ বছর।



ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার পর নিউইয়র্কের সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পিএইচডি করেছেন। মানব শরীরের আয়োন চ্যানেল নিয়ে গবেষণা করছেন পাভেল। এই চ্যানেলকে ‘ফান্ডামেন্টাল সেন্সর্স অব লাইফ’ অভিহিত করে তা এ্যানেসথেসিয়াসহ অটোসমাল পলিসিসটিক কিডনি রোগের চিকিৎসায় নবদিগন্তের সূচনা ঘটাতে পারে বলে মনে করেন পাভেল। বর্তমানে মাহমুদ পাভেল পোস্ট ডক্টরাল এসোসিয়েট হিসেবে ‘স্ক্রিপস রিসার্চ’-এ কাজ করছেন।



যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কম বয়সী তরুণ-তরুণীরা মানবকল্যাণে গবেষণা-উদ্ভাবনে অবদান রাখছেন। তাদের মধ্য থেকেই ৩০ জনকে সম্মানিত করার উদ্দেশ্যে অন্য বছরের মতো এবারও তালিকা সংগ্রহের উদ্যোগ নেয় ফোর্বস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top