লন্ডনে ৩ নারীকে ধর্ষণের দায়ে এক বাংলাদেশির ১৮ বছরের জেল
প্রকাশিত:
১ মে ২০১৮ ১১:২৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ৩ নারীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশী মামুন-উর-রশিদের ১৮ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। লন্ডনের উডগ্রিন ক্রাইন কোর্ট শুক্রবার এই রায় দেন।
জানা গেছে, অনলাইনে রুম ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ১৮ থেকে ৪০ বছর বয়সী নারীদের ধর্ষণের ফাঁদ পাততো মামুন রশীদ। ২১৪ সালে অনলাইন ভিত্তিক রুম ভাড়া দেওয়ার ওয়েবসাইট স্পেয়ার রুম ডট কমে প্রথম বিজ্ঞাপন প্রকাশ করে সে।
গত ১০ মার্চ উডগ্রিন ক্রাউন কোর্ট সবার সাক্ষ্য গ্রহণ করে তাকে দোষী সাব্যস্ত করে এবং ২৭ এপ্রিল তাকে ১৮ বছরের সাজা প্রদান করে। সাজা শেষে তাকে বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: