নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৮ ০৭:০০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ

খন্দকার আবদুল্লাহ। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।



এর আগে নিউ ইয়র্কের পুলিশের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা কাজ করলেও কেউই ক্যাপ্টেন পদমর্যাদা পাননি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট গত শুক্রবার এক টুইটার পোস্টের মাধ্যমে খন্দকার আবদুল্লাহকে অভিনন্দন জানান। সেই পোস্টে বলা হয়, ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহকে নতুন পদোন্নতি পাওয়ার জন্য অভিনন্দন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পদ অর্জন করলেন।

নিয়োগের পর খন্দকার আবদুল্লাহ বলেন, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি সবার সহায়তা কামনা করছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top