বাংলাদেশি বংশোদ্ভূত দুই পুলিশকে সম্মাননা
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০১৯ ২১:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

আমেরিকায় পেশাগত ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। ওই দুইজন হলেন, খন্দকার আবদুল্লাহ ও সাইদ আলী।
শুক্রবার (২৫ জনুয়ারি) নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেছেন, বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে প্রথমবারের মতো খন্দকার আবদুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। ক্যাপ্টেন আবদুল্লাহ তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এনওয়াইপিডিতে এই সম্মানজনক পদ অর্জন করেন।
তিনি আরও বলেন, আরেক পুলিশ কর্মকর্তা সাইদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতকারীকে প্রতিহত করেন। এতে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ঘটনাটি সে সময় নিউইয়র্কে এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল।
নিউইয়ার্ক সিটি মেয়র বিল দা বলাজিও টুইটে পুলিশ কর্মকর্তা সাইদ আলীর পেশাদারি ও সাহসিকতার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘আমার প্রত্যাশা, সব প্রবাসী বাঙালি ক্যাপ্টেন আবদুল্লাহ ও আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকেরা ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: