সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করেছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
৮ মে ২০১৯ ১৬:০২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৭

সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হয়ে গেছে। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২০১৭ সালের ১০ নভেম্বর পদত্যাগের পর সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালেই একটা গ্রন্থ লিখে তিনি আরও বিতর্কিত হন।



ওই বই লেখার পরপরই সুরেন্দ্র কুমার সিনহা রাজনৈতিক আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র সরকার সুরেন্দ্র কুমার সিনহার আবেদন নামঞ্জুর করেছে।



ধারনা করা হচ্ছে যে, তার বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগসহ আরও কিছু কারণে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিবেচনা করা হয়নি। তবে তার আবেদন নামঞ্জুরের সবচেয়ে বড় কারণ দুর্নীতির অভিযোগ বলে মনে করা হচ্ছে।



উল্লেখ্য যে, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। জ্ঞাত আয় বহির্ভুত দুই কোটি টাকা তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত ছিল। এই টাকার উৎস তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখন সুরেন্দ্র কুমার সিনহার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ওপর। যুক্তরাষ্ট্র চাইলে তাকে বাংলাদেশে ফেরত দিতে পারে। অথবা সুরেন্দ্র কুমার সিনহা যদি অন্য কোনো দেশে যেতে চান সেখানেও তিনি যেতে পারেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top