আইএসের সঙ্গে সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
প্রকাশিত:
৩১ মে ২০১৯ ০৫:৩২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশ প্রধান আব্দুল হামিদ বাদোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
আব্দুল হামিদ জানান, গত ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত সেলাঙ্গর, কেদাহ ও সাবাহ জেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এদের মধ্যে একজন মালয়েশিয়ার, একজন বাংলাদেশের এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
তিনি জানান, বৃহস্পতিবার কুয়ালা কেদাহ এলাকা থেকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করে নি পুলিশ।
পুলিশ প্রধান বলেন, সে একটি জাহাজে সহকারি মেকানিক হিসেবে কাজ করতো। তার কাছে বিস্ফোরক পদার্থ তৈরির রাসায়নিক পাওয়া গেছে এবং বিস্ফোরক তৈরির ব্যাপারে তার অভিজ্ঞতাও রয়েছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: