দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মক্কায় বাংলাদেশি নিহত
প্রকাশিত:
২০ মে ২০১৮ ০২:০৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

সৌদির মক্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশি মারা গেছে। নিহতের নাম জাহাঙ্গীর। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মৃত ইদ্রিসের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কামাল জানান, জাহাঙ্গীর ওমরাহ পালন করতে কর্মস্থল থেকে রওয়ানা হওয়ার পর মক্কায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: