সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কোমল পানীয়তে বিষ মিশিয়ে দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা


প্রকাশিত:
৬ জুলাই ২০১৯ ২২:২০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮

কোমল পানীয়তে  বিষ মিশিয়ে দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকার বলুমপয়েন্ট এলাকায় ইয়াছিন আরাফাত (৪২) নামের এক বাংলাদেশিকে কোল্ড ড্রিংকসে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে।



শুক্রবার ইয়াছিনের এক সহকর্মী দক্ষিণ আফ্রিকা থেকে মুঠোফোনে তার পরিবারকে এ তথ্য জানান। গত ১জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।



নিহত ইয়াছিন আরাফাত নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হাজী মুজাফফর আলী বাড়ীর ফজলুল হকের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াছিন আরাফাত সবার বড়। ইয়াছিন আরাফাত ১৪ বছর আগে আফ্রিকায় যান। তার দু’টি কন্যা সন্তান রয়েছে।



নিহতের পরিবার জানান, ইয়াছিন আরাফত আফ্রিকার টিএসএফ কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে একটি পার্টিতে অংশগ্রহণ করেন। পার্টিতে  কোল্ড ড্রিংকসের সাথে বিষ মিশিয়ে দেয় সহকর্মী।  পরে ওই বিষ মিশ্রিত কোল্ড ড্রিংকস খেয়ে ইয়াছিনের মৃত্যু হয়। এ বছর ছুটি পেলে দেশে আসার কথা ছিলো তার।



নিহতের ছোট ভাই নূরুল আমিন তার ভাই ইয়াছিনের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top