সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


 কানাডার সাবেক কাউন্সিলর মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত:
৮ জুলাই ২০১৯ ২৩:৪২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৮

 কানাডার সাবেক কাউন্সিলর মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাইকমিশন কানাডার সাবেক কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। 



সরকারের মোট ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাত দায়ে বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ চার্জশিট অনুমোদন করে সংস্থাটি।  



 দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ বিসয়টি নিশ্চিত করেছে। যা শীঘ্রই সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হবে।



দুদক সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর (স্থানীয়) মকসুদ খান মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ টাকা কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৮২৭ টাকা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে সেই ওই অর্থ আত্মসাৎ করে।   



একই ব্যাংক ড্রাফট ব্যবহারের মাধ্যমে ১ হাজার ৫০০ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৪ হাজার ৩৫০ টাকা এবং খালিদ হাসানের পাসপোর্ট ফি সাবেক কাউন্সিলর মকসুদ খানের ব্যক্তিগত একাউন্টে নগদ ৩২০ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ১২৮ টাকা করে। 



সবমিলিয়ে সর্বমোট ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করে মকসুদ খান অপরাধ করেছেন। 



কারী কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক মোঃ মনজুর আলম। মামলার বাদী হলেন দুদক উপপরিচালক মুহা. মাহবুবুল আলম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top