সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নিউইয়র্কে নিজ গাড়ির আঘাতে বাংলাদেশি ক্যাবচালকের মৃত্যু


প্রকাশিত:
১৯ জুলাই ২০১৯ ০৬:৫৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০০

নিউইয়র্কে নিজ গাড়ির আঘাতে  বাংলাদেশি ক্যাবচালকের মৃত্যু

নিউইয়র্কে ব্রঙ্কসে একজন বাংলাদেশি ক্যাবচালক নিজ গাড়ির আঘাতে মৃত্যুবরণ করেছেন। নিহত ক্যাবচালকের নাম মোহাম্মদ জাফর উল্লাহ (৬৫)। ১৫ জুলাই দিবাগত রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকার সেওয়ার্ড এভিনিউতে এই ঘটনা ঘটেছে। 



ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন সূত্রে জানা গেছে, ১৯৯৭ সাল থেকে জাফর উল্লাহ নিউইয়র্ক সিটিতে ইয়েলো ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই কর্মঠ এবং অমায়িক মানুষ ছিলেন। প্রতিদিন ১২ ঘণ্টা ট্যাক্সি চালাতেন।



ঘটনার দিন রাতে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় যাত্রীটি ভাড়া না দিয়েই পালানোর চেষ্টা করলে জাফরউল্লাহ তার গাড়ীর জানালা খুলে ভাড়া দাবি করেন।  এক পর্যায়ে গাড়ি চালু রেখেই যাত্রীকে ধাওয়া করেন। গাড়ি চালু রেখেই তিনি গাড়ি থেকে বের হন এবং গাড়ির আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে স্থানীয় জ্যাকোবি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে সার্জারি টেবিলেই তার মৃত্যু ঘটে। গতকাল বুধবার পর্যন্ত পুলিশ পলাতক যাত্রীকে গ্রেফতার করতে পারেনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top