হাঙ্গেরিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলেন ৩ বাংলাদেশি


প্রকাশিত:
২২ জুলাই ২০১৯ ০৫:৪০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

হাঙ্গেরিতে জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলেন ৩ বাংলাদেশি

হাঙ্গেরিতে ৩০তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশের তিন তরুণ। ব্রোঞ্জ বিজয়ীরা হলেন- অদ্বিতীয় নাগ, রাফসান রহমান রায়ান ও মাধব বৈদ্যন শঙ্করণ।



এবারের অলিম্পিয়াডে অংশ নেয় বিশ্বের ৮৬টি দেশ। পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় চারটি দেশ। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিদন্দ্বিতায় অবতীর্ণ হন ৮২টি দেশের ৩২৮ জন প্রতিযোগী।



এর আগে ৩০তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) রাঙাতে গত ১৪ জুলাই হাঙ্গেরির জেগেদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে ৬ সদস্যের ‘টিম বাংলাদেশ’।



বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি দলনেতা অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং উপনেতা ও কোচ সামিউল আলম রাজিবের নেতৃত্বে বাংলাদেশ দলের হয়ে এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয় বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব থেকে নির্বাচিত আহনাফ তাহমিদুর রহমান, অদ্বিতীয় নাগ, মাধব বৈদ্যান শঙ্করণ ও রাফসান রহমান রায়ান। 



ব্রেকিংনিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top