সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


স্পেনে আবাসন সমস্যা প্রকট, বিপাকে বাংলাদেশীরা


প্রকাশিত:
২৫ জুন ২০১৮ ১৪:৪০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৪

স্পেনে আবাসন সমস্যা প্রকট, বিপাকে বাংলাদেশীরা

কবির আল মাহমুদ: ইউরোপের দেশ স্পেনে আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় এ সমস্যা সবচেয়ে বেশি। এ সমস্যার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। ফলে স্পেনে দিন দিন অভিবাসীদের বাসস্থান সমস্যা প্রকট হচ্ছে।



স্পাউস ভিসা বা বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার জন্য স্পেনে ঘর ভাড়ার চুক্তিপত্র প্রয়োজন পড়ে। কিন্তু ভাড়া নেয়ার জন্য ঘর কিংবা সামর্থ্য অনুযায়ী ঘর ভাড়া না পেয়ে বিপাকে আছেন অনেকেই। মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস ও এর আশপাশে যে ঘরগুলো পাওয়া যাচ্ছে, সেসকল বাড়ির ভাড়া এখন আকাশচুম্বী।



এক বেডরুমের ঘর ভাড়া ৭০০ থেকে ৮০০ ইউরো দাবি করা হচ্ছে যা, বাংলাদেশী টাকায় প্রায় ৬৯-৭৯ হাজার টাকা। পর্যটন নগরী বার্সেলোনাতেও একই অবস্থা চলছে। মাদ্রিদ ও বার্সেলোনায় স্পেনের অন্যান্য শহরগুলোর চেয়ে প্রবাসী বাঙালির সংখ্যা অত্যাধিক বেশি হওয়ায় প্রবাসী বাঙালিদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে মাদ্রিদ ও বার্সেলোনা শহরের যাবতীয় নাগরিক বিড়ম্বনায় একটি নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান আবাসন ব্যয় বা বাড়িভাড়া।



শহরের সর্বত্র আবাসন ব্যয় বাড়লেও এর মূল শিকার হচ্ছে মূলত প্রবাসীরা। জীবন যাপনের অন্যান্য ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা আবাসন ব্যয়ের ফলে হিমশিম খাচ্ছে প্রবাসী বাংলাদেশী পরিবারগুলো। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রক্ষা করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তাই বাড়ি ভাড়া আইনের কার্যকর প্রয়োগ ও ভাড়ার হার নিয়ন্ত্রণে যথাযথ কমিটি গঠনের দাবিতে সম্প্রতি মাদ্রিদে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে স্পেনের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অভিবাসীরা। প্রায় পাঁচ হাজার স্থানীয় অধিবাসীদের সাথে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশীরাও এ র‌্যালি ও বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করে ক্ষোভ প্রকাশ করছেন। এসময় বিক্ষোবকারীরা জানান, ফ্ল্যাটের মালিকরা স্বল্প সময়ের জন্য পর্যটকদের বাসা ভাড়া দিয়ে অধিক লাভবান হচ্ছেন। আর তাই স্পেনে ঘর বা ফ্ল্যাটের ভাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগ এনে প্রতিবাদকারীরা অবিলম্বে পর্যটকদের বাসা ভাড়া দেয়া বন্ধের দাবি জানান। 







স্পেনে আবাসন সমস্যা প্রসঙ্গে মাদ্রিদের মানবাধিকার সংস্থা ‘ভালিয়েন্তে বাংলা’র সভাপতি ফজলে এলাহী  বলেন, ‘পর্যটকদের স্বল্প সময়ের জন্য ফ্ল্যাট ভাড়া দেয়ার যে হিড়িক পড়েছে; তার জন্যই স্পেনে আবাসন সমস্যা দেখা দিয়েছে। আমরা বিভিন্ন সময় মাদ্রিদ সিটি করপোরেশনে অভিযোগ করেছি।’



আবাসন সমস্যা প্রসঙ্গে মাদ্রিদ সিটি করপোরেশনের মেয়র মানুয়েলা কারমেনা কাস্ত্রিও  বলেন, আবাসন সংকট মাদ্রিদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাদ্রিদের প্রাণকেন্দ্রে এটি একটি প্রধান সমস্যা। সমস্যা সমাধানে মাদ্রিদ সিটি করপোরেশন একটি গুরুত্বপূর্ণ সিদ্দান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে বাড়ির মালিকরা বছরে ৯০ দিনের বেশি পর্যটকদের বাড়ি ভাড়া দিতে পারবেন না। কারা এ আইন মানছে না তা আমরা পর্যবেক্ষণ করবো।’

 

মাদ্রিদে আবাসন সমস্যা প্রসঙ্গে মাদ্রিদ সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র খর্খে গ্রাসিয়া  বলেন, পর্যটকদের জন্য লাইসেন্সবিহীন ফ্ল্যাট যারা ভাড়া দিচ্ছেন, তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে। মাদ্রিদ সিটিতে লাইসেন্সবিহীন ফ্ল্যাট ভাড়া দেয়া বন্ধ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।



এব্যাপারে স্পেনে বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ব্যবসায়ী  আল মামুন বলেন, ‘ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে পর্যটকদের স্বল্প সময়ের জন্য ফ্ল্যাট ভাড়া দিয়ে ফ্ল্যাটের মালিকরা লাভবান হচ্ছেন। এক্ষেত্রে লাইসেন্স নেই অধিকাংশেরই, আবার সরকারও পাচ্ছে না ট্যাক্স। তাছাড়া রেন্ট কোম্পানির মাধ্যমেও ফ্ল্যাটের ভাড়া বাড়ানো হচ্ছে। এমন অনেক অভিযোগ জমা পড়েছে সিটি কাউন্সিলগুলোতে।’ 



উল্লেখ্য আবাসন সমস্যা নিয়ে মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন পর্যটন শহরে বিক্ষোভ-সমাবেশ করে স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন। এরই মধ্যে আবাসন সমস্যা সমাধানে দেশটির দ্বীপশহর পালমায় আগামী জুলাই থেকে পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়ার ক্ষেত্রে মালিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পালমা সিটি কাউন্সিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top