১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’


প্রকাশিত:
৮ অক্টোবর ২০১৯ ১৯:১০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:২৩

১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’

স্বদেশ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার সিনেমা পাগল দর্শকদের জন্য এবছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র সাপলুডু নিয়ে এসেছে। চলচ্চিত্রটি প্রথম দেখানো হবে আগামি ১২ অক্টোবর দুপুর ১২টায় ব্যাংকসটাউন ওয়াইড সিনেমা হলে। স্বদেশ এন্টারটেইনমেন্ট এর সিইও ফয়সাল আজাদ সবাইকে আমন্ত্রন জানিয়েছেন সিনেমাটি দেখার।



ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, বিশ্বের ৭ দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। 



আগামী ১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। সেখানকার ৫ শহরে ছবিটি প্রদর্শিত করার পরিকল্পনা আছে আমাদের। এরপর ১৮ অক্টোবর ইতালি, ২৬ অক্টোবর নিউ ইয়র্ক, ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ১ নভেম্বর লস এঞ্জেলস প্রদর্শিত হবে ছবিটি। এছাড়া ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব দ্রুতই মুক্তি পাবে।



‘সাপলুডু’ ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম সোহরাব দোদুল। ‘সাপলুডু’ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান



টিকেট পেতে :



https://www.krazytickets.com/event/shap-ludu/d8lrompy7m



এবং বিস্তারিত জানতে মোবাইলে যোগাযোগ করুন



0433973311

0433807367

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top