সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বড় পেট হৃদরোগের ঝুঁকি বাড়ায়


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০১৮ ০১:২১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৪

বড় পেট হৃদরোগের ঝুঁকি বাড়ায়

আপনি খুব বেশি মোটা না হলেও বড় পেট আপনার মৃত্যুর কারণ হতে পারে। কারণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় বড় পেট। সম্প্রতি এক গবেষণা থেকে এমন তথ্যই উঠে এসেছে।



 



বডি ম্যাস ইনডেক্স নামের এই গবেষণা বলছে, যারা মোটা কিন্তু পেট ছোট তাদের চেয়ে চিকন কিন্তু পেট ওয়ালাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।



 



এই গবেষণা পরিচালনাকারী চিকিৎসক হোসে মেদিনা ইনোজোসা বলেন, আমরা সাধারণভাবে মনে করি, যারা বেশি মোটা তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মেদযুক্ত পেটের ওপর আমরা গুরুত্ব দিই না। কিন্তু প্রকৃত বিষয় হলো, মেদযুক্ত পেটওয়ালাদেরই এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।



 



ওয়েব এমডি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৭০০ মানুষকে নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ৪৫ বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। আর সেখান থেকেই এ ধরনের তথ্য পাওয়া যায়।



 



এই ঝুঁকি এড়াতে গবেষণায় পেটের মেদ কমানোর পরামর্শ দেয়া হয়েছে। এজন্য নিয়মিত ব্যায়াম করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top