সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই


প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৮ ১১:৩৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৫

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৮০ বছর বয়সে মারা গেছেন।অল্প অসুস্থ হয়ে পড়ার পর শনিবার তিনি মারা যান বলে তার নামের ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইৎজারল্যান্ডের জেনিভায় মারা যান, যে শহরে তিনি বেশ কয়েক বছর ধরে বসবাস করছিলেন।



তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।



জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।



তবে ইরাকে মার্কিন অভিযানের সময় বিপক্ষে অবস্থান নেয় সংস্থাটি। ওই অভিযানকে 'অবৈধ' অভিযান বলে বর্ণনা করেছিলেন মি. আনান।



কফি আনানের ভাষায় তার সবচেয়ে বড় অর্জন ছিল 'সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা' নির্ধারণ- দারিদ্র আর শিশু মৃত্যু কমাতে বিশ্বব্যাপী প্রথম এ ধরণের উদ্যোগ নেয়া হয়।



পরবর্তীতে সিরিয়া সংকট মেটাতে জাতিসংঘের বিশেষ দূত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top