সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম গ্রেফতার


প্রকাশিত:
২১ আগস্ট ২০১৮ ১৫:৪৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৫

মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম গ্রেফতার

সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম এবং ধর্মপ্রচারক শেখ সালেহ আল তালিবকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যম অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।



নাগরিক অধিকার কর্মীরা বলছেন, খারাপ কাজের বিষয়ে দেয়া সর্বশেষ একটি বক্তব্যের জের ধরেই ইমাম আল তালিবকে গ্রেফতার করা হয়েছে।



তবে ওই ধর্মপ্রচারকের শেষ কিছু টুইটে হজের বিষয়ে বলা হয়েছে। আল খালিজ অনলাইনের খবরে বলা হয়েছে, ওই ইমাম সর্বশেষ হজ নিয়ে সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দিয়েছেন তা তার নিজের কিনা তা এখনও নিশ্চিত নয়।



২০১৭ সাল থেকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চালানো অভিযানে বহু মানবাধিকার কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং আধুনিক চিন্তাশীল আলেমকে গ্রেফতার করা হচ্ছে।



গত সপ্তাহে কারাগারে থাকা প্রখ্যাত ইসলামি বিশেষজ্ঞ শেখ সুলেইমান ডয়েশের মৃত্যু হয়। কারাগারে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top