সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জার্মানিতে অভিবাসীদের ওপর উগ্র ডানপন্থীদের হামলা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৮ ১৩:৪৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪১

জার্মানিতে অভিবাসীদের ওপর উগ্র ডানপন্থীদের হামলা

জার্মানির কেমনিজ শহরে অভিবাসন বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে।দেশটির উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো এই কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচির পর শহরটিতে বসবাসরত অভিবাসীদের ওপর রাতভর হামলা চালানো হয়। 



পুলিশ জানিয়েছে, শহরটিতে বসবাসকারী প্রায় ২ হাজার অভিবাসীর ওপর হামলা চালানো হয়েছে। এ সময় উগ্র ডানপন্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।৩ জনকে গ্রেপ্তার করা হয় । 



শনিবার অজ্ঞাত ব্যক্তির হামলায় শহরটিতে রুশ বংশোদ্ভূত এক জার্মান নাগরিকের মৃত্যু হয়। উগ্রবাদী সংগঠন ‘নিও নাজি’ এবং কট্টরপন্হি রাজনৈতিক দল এএফডি’র দাবি, শহরটিতে আশ্রয় নেয়া অভিবাসীরা ওই হামলার সাথে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে অভিবাসন বিরোধী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। 



চিমনিজ নগরের মেয়র বারবারা লুদবিগ বলেছেন, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরজুড়ে অরাজক পরিস্থিতি তৈরীর কোনো সুযোগ নেই। আবারো এ ধরণের ঘৃন্য কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। 



সূত্র: বিবিসি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top