সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সিএনএন, এনবিসি প্রধানকে বরখাস্ত করা উচিত : ট্রাম্প


প্রকাশিত:
৩১ আগস্ট ২০১৮ ০৯:৪৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০২

সিএনএন, এনবিসি প্রধানকে বরখাস্ত করা উচিত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম সিএনএন ও এনবিসির ওপর ক্ষোভ ঝাড়লেন। ট্রাম্প সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করেন বরাবরই। মার্কিন প্রেসিডেন্টের নানা কেলেঙ্কারি প্রকাশের পর ট্রাম্পের এ ক্ষোভ যেন বিস্ফোরণে রূপ নিয়েছে।



নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মার্কিন গণমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রেসিডেন্ট জেফ জুকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প।



বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, জেফ জুকারকে বরখাস্ত করা উচিত।



কেবল সিএনএন-ই নয় এনবিসি নিউজেরও সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি এনবিসি চেয়ারম্যান অ্যান্ডি ল্যাকের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাকে বরখাস্ত করাটাও ভালো হবে।



ট্রাম্পের অভিযোগ, তার (ট্রাম্পের) প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় সিএনএন ঠিকমত কাজই করতে পারছে না।



জুকার সম্প্রতি হার্ট সার্জারির কারণে সিএনএন থেকে ছয় সপ্তাহের ছুটিতে আছেন। তাকে নিয়ে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে সিএনএন কোনো মন্তব্য করেনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top