সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আসাদকে হত্যার ষড়যন্ত্র নিয়ে যা বললেন ট্রাম্প


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৬

আসাদকে হত্যার ষড়যন্ত্র নিয়ে যা বললেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 'আমি কখনোই এমন নির্দেশ দেইনি।’



বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে কুয়েতের আমিরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। খবর আল-জাজিরার।



 



এর আগে, ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁসকারী প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বইয়ে ‘ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হত্যার চেষ্টা হয়েছিল’ বলে উল্লেখ করেন। যেখানে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও তাকে উদ্ধৃত করে উডওয়ার্ডের বইয়ে উল্লেখিত অভিযোগ স্বীকার করেছেন। 



বাশার আল-আসাদকে হত্যাচেষ্টার পাশাপাশি উডওয়ার্ডের এই বইয়ে ট্রাম্পকে হোয়াইট হাউজের একজন ‘বিশৃঙ্খল প্রশাসক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। পরে ডোনাল্ড ট্রাম্প বইটিকে চিহ্নিত করেছেন ‘জনমনে বিভ্রান্তি ছড়ানোর অনুষঙ্গ’ হিসেবে।



বিখ্যাত সাংবাদিক উডওয়ার্ড তার বইটিতে দাবি করেছিলেন, ২০১৭ সালে দামেস্ক সরকারের ওপর রাসায়নিক হামলার দোষ চাপিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সে অনুরোধটি উপেক্ষা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top