সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পানি ছেড়ে দিচ্ছে চীন, বাংলাদেশে বন্যা হবে: ভারত


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৭

পানি ছেড়ে দিচ্ছে চীন, বাংলাদেশে বন্যা হবে: ভারত

ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কথা জানিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বন্যা আসছে মর্মে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত।



 



সংবাদ মাধ্যমগুলোর সতর্কতায় বলা হয়েছে, চীনের তিব্বতে অতিরিক্ত বৃষ্টির কারণে ইয়ারলুং সাংপো নদে গত ৫০ বছরের মধ্যে পানির স্তর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এই অতিরিক্ত পানি ছেড়ে দিচ্ছে তারা। চীনে যেটি ইয়ারলুং সাংপো, সেটিই ভারত এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। আর এই নদে বিপৎসীমার ওপরে বইলে বন্যা অবধারিত তিন দেশে।



চিঠিতে ভারত জানিয়েছে, তিব্বতে অতি বৃষ্টির কারণে সেখানকার সাংপো নদীতে পানি বেড়ে গেছে। এই অতিরিক্ত পানি চীন ব্রহ্মপুত্রে ছেড়ে দিয়েছে। এর ফলে ভাটির দেশগুলোতে বন্যা হতে পারে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল ও আসাম রাজ্যকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলেছে।



চীনের তিব্বত থেকে আসাম আর অরুণাচল প্রদেশ হয়ে ইয়ারলুং সাংপো ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে। হিমালয় থেকে উৎপন্ন হওয়া নদনদীগুলোর মধ্যে সবচেয়ে খরস্রোতা এই ব্রহ্মপুত্র। এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ নদও।



ব্রহ্মপুত্র বাংলাদেশে কিছুদূর এগিয়ে একটি স্রোত যমুনা নামে মিশেছে পদ্মায়। ফলে উজানে ব্রহ্মপুত্রে পানি বাড়লে যমুনা ও পদ্মায়ও পানি বাড়ে। আর এই তিন নদী এক সঙ্গে বিপৎসীমা ছাড়ালে বড় বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top