সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নাইজেরিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ৩৫


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৫

নাইজেরিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ৩৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গ্যাস স্টেশন বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার নাসারাওয়া শহরের হাইওয়েতে থাকা এ ফিলিং স্টেশনের সামনে রাখা সিলিন্ডারবাহী একটি ট্রাকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।



দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক উসমান আহমেদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।



উসমান আহমেদ জানান, একটি ট্রাকের লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সংস্পর্শে আসায় বেড়েছে ক্ষতি। এ সময় স্টেশনে গ্যাস সংগ্রহে আসা ক্রেতা এবং কর্মকর্তারা হতাহতের শিকার হন। অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



এর আগে নাইজেরিয়ায় গত জুনে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৯ জন নিহত হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top