সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত, ইসরাইলকে দায়ী করল মস্কো


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৩

সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত, ইসরাইলকে দায়ী করল মস্কো

সিরিয়ার আকাশসীমায় একটি রুশ বিমান ভূপাতিত হয়ে অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ঘটনায় ইসরাইলকে দোষারোপ করছে মস্কো।



রাশিয়া বলেছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং রাশিয়া এর জবাব দেওয়ার অধিকার রাখে।



সোমবার ১৪ জন আরোহী নিয়ে ইলিউশিন-২০ নামে রাশিয়ার একটি সামরিক বিমান সিরিয়ার আকাশসীমা থেকে উধাও হয়ে যায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি সিরিয়ার উপকূল থেকে রাশিয়ার হামেইমিম বিমানঘাঁটির দিকে যাচ্ছিলো।



এই ঘটনায় ইসরাইলকে দোষারোপ কর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমরা ইসরাইলের সেনাবাহিনীর এই আচরণকে আগ্রাসী বিবেচনা করছি। তাদের এই দায়িত্বহীনতার কারণে ১৫ জন রুশ সেনার মূল্য দিতে হয়েছে।



প্রথমে সিরিয়ার আকাশসীমা থেকে একটি আইএল-২০ সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বিবৃতিতে বলা হয়েছিল, সোমবার রাতে ইসরাইলের চারটি বিমান যখন সিরিয়ার লাতাকিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর হামলা চালাচ্ছিল, তখন রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 



এরপর অনুসন্ধানের মাধ্যমে রাশিয়া নিশ্চিত হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে। 



এতে বলা হয়, সোমবার রাতে চারটি ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূমধ্যসাগর থেকে সিরিয়ার লাতাকিয়ায় হামলা চালায়। জঙ্গিবিমানগুলো খুব নিচে নেমে এসে ওই অঞ্চলের বিমান ও জাহাজগুলোর জন্য বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করে। ইসরাইলি হামলার সময় ওই অঞ্চলে ফ্রান্সের একটি ফ্রিগেটও ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top