সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে মিশর


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫১

উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে মিশর

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, বাকস্বাধীনতা খর্ব করতে মিশর সরকার অব্যাহতভাবে বলপ্রয়োগ করে যাচ্ছে। এই বলপ্রয়োগের কারণে সরকার সমালোচকদের জন্য পুরো মিশর উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।



আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি এবং মিশরের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করায় গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত সরকার কমপক্ষে ১১১ জনকে গ্রেপ্তার করেছে।



অ্যামনেস্টির উত্তর আফ্রিকা অঞ্চলের প্রচারণা পরিচালক নাজিয়া বউনাইম এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় এখন মিশরে সরকারের সমালোচনা করা অনেক বেশি বিপজ্জনক।’



তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সিসির শাসনে বাস করা মিশরীয়রা শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ করতে চাইলে তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়।’



এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মিশর সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।



অ্যামনেস্টি বলেছে, নিরাপত্তা বাহিনী নির্মমভাবে স্বাধীন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জায়গাগুলোতে দমন-পীড়ন চালাচ্ছে।



সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের দমনমূলক শাসনকালের চেয়েও এই পদক্ষেপগুলো অনেক কঠোর, যা মিশরকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top